Home জাতীয় পৌর নির্বাচন: মনোনয়নপত্র জমা ৩ ডিসেম্বর পর্যন্ত

পৌর নির্বাচন: মনোনয়নপত্র জমা ৩ ডিসেম্বর পর্যন্ত

418
0

স্টাফ রিপোর্টার: দেশের ২৩৪ পৌরসভায় ৩০ ডিসেম্বর ভোটের তারিখ রেখে নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। মঙ্গলবার দুপুরে শেরেবাংলা নগরে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে ভোটের এই সময়সূচি ঘোষণা করেন তিনি।

সিইসি জানান, আগ্রহী প্রার্থীরা ৩ ডিসেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। মনোনয়নপত্র বাছাই চলবে ৫ ও ৬ ডিসেম্বর। বৈধ প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৩ ডিসেম্বর। প্রার্থীদের নিয়ে ভোট হবে ৩০ ডিসেম্বর।

স্থানীয় সরকারে প্রথমবারের মতো দলীয়ভাবে ভোট হচ্ছে পৌরসভায়। এক্ষেত্রে মেয়র পদে দলীয় মনোনয়নের সুযোগ রাখা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হতে হলে দেখাতে হবে ১০০ ভোটারের সমর্থনের তালিকা। তবে সাবেক মেয়ররা কেউ স্বতন্ত্র প্রার্থী হতে চাইলে ওই তালিকা লাগবে না। কাউন্সিলর পদে আগের মতোই নির্দলীয় নির্বাচন হবে। তাদের ক্ষেত্রেও সমর্থকদের তালিকার নিয়ম প্রযোজ্য হবে না।

সিইসি জানান, মেয়র পদে রাজনৈতিক দলের পক্ষে সভাপতি বা সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদাধিকারী বা ক্ষমতাপ্রাপ্ত কার্যনির্বাহীর প্রত্যয়নের মাধ্যমে দল থেকে মনোনয়ন দিতে হবে। রাজনৈতিক দল মেয়র পদে একটি পৌরসভায় একাধিক ব্যক্তিকে মনোনয়ন দিতে পারবে না।

প্রার্থী দিতে আগ্রহী দল থেকে ক্ষমতাপ্রাপ্ত কার্যনির্বাহীর নাম, পদবী ও নমুনা স্বাক্ষরসহ একটি চিঠি তফসিল ঘোষণার পাঁচ দিনের মধ্যে রিটার্নিং কর্মকর্তাকে ও ইসিতে পাঠাতে হবে।

পৌর নির্বাচনে রাজনৈতিক দলগুলো প্রতি পৌরসভায় সর্বোচ্চ এক লাখ টাকা ব্যয় করতে পারবে। কোনো দল বিধি ভঙ্গ করলে পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

বর্তমানে দেশে ৩২৩টি পৌরসভা রয়েছে। এর মধ্যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে বেশিরভাগের মেয়াদ শেষ হচ্ছে।

জানুয়ারি ও ফেব্রুয়ারিতে নতুন ভোটার তালিকা হবে। তাছাড়া ওই সময় এসএসসি পরীক্ষা থাকায় ডিসেম্বরে ভোট শেষ করতে চাইছে ইসি। সর্বশেষ ২০১১ সালের জানুয়ারিতে চার দিনে নির্বাচন উপযোগী প্রায় আড়াইশ পৌরসভায় ভোট হয়।

কাজী রকিব নেতৃত্বাধীন ইসি ২০১৩ সালে পাঁচ ধাপে উপজেলা নির্বাচনের আয়োজন করে। সে সময় গোলযোগ-সহিংসতার তিক্ত অভিজ্ঞতার কারণে এবার পৌর ভোট একদিনেই হচ্ছে।

অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার আবু হাফিজ, মো. শাহনেওয়াজ, ইসি সচিব সিরাজুল ইসলাম, অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান পৌর নির্বাচনের তফসিল ঘোষণার সময় উপস্থিত ছিলেন।

Previous articleজামায়াত নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার
Next articleবাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী