Home আঞ্চলিক প্রচন্ড ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টি, সুনামগঞ্জে বজ্রপাতে যুবক নিহত

প্রচন্ড ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টি, সুনামগঞ্জে বজ্রপাতে যুবক নিহত

831
0

সুনামগঞ্জ প্রতনিধিঃ সুনামগঞ্জরে জামালগঞ্জ সদর উপজলোর কাশপিুর গ্রামের কালকিুটা হাওররে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে এক যুবক নিহত হয়েছে। তার নাম মোঃ দেলোয়ার হোসনে (১৮) । নিহত দেলোয়ার উপজলোর কাশিপুর গ্রামের জহর মিয়ার ছেলে।
রববিার দুপুর ৩টায় হাওররে গরুর খাবাররে জন্য ঘাস কাটতে গলেে বৃষ্টিপাত শুরু হাওয়ার সাথে বজ্রপাতে সে ঘটনাস্থলইে নিহত হয়।
স্থানীয়রা জানায়, দুপুরে দেলোয়ার ঘাস কাটতে হাওররে যায়। এ সময় ঘুড়ি ঘুড়ি বৃষ্টি হচ্ছলি। পরে হঠাৎ বজ্রপাত এসে তার গায়ে লাগে। বজ্রপাতে গুরুতর আহত হওয়ার পর আশপাশরে লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় জামালগঞ্জ উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সে নয়িে গলেে র্কতব্যরত চকিৎিসক তাকে মৃত ঘোষণা করনে।
এ ব্যাপারে জামালগঞ্জরে উপজলো নর্বিাহী র্কমর্কতা মো.শামীম আল ইমরান এ ঘটনার সত্যতা নশ্চিতি করছেনে।
অপরদকিে হঠাৎ মঘেলা আকাশ করে ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বোরো ফসলরে ব্যাপক ক্ষতরি আশংঙ্খা রয়েছে। শিলাবৃষ্টিতে কেমন ফসলরে ক্ষতি হতে পারে তা তাৎক্ষনকি জানা না গলেওে হাওরে ধানরে শীষে ব্যাপক ক্ষতরি আশঙ্কা করছনে কৃষকরা।

Previous articleহেলে পড়েছে এফ আর টাওয়ার, ঝুঁকিতে বিশ্ববিদ্যালয়
Next articleরিমোট দিয়ে নির্বাচন কনট্রোল হলে বিপর্যয় নেমে আসবে: ইসি মাহবুব