বিশেষ প্রতিনিধি: হোয়াট চ্যাপেলস্থ একটি কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য বিএনপি’র এক জরুরি সভা যুক্তরাজ্য বিএনপি নেতা এ এস এম আজাদের সভাপতিত্বে এবং যুক্তরাজ্য বিএনপি’র সিনিয়র নেতা ও বিশিষ্ট কমিউনিটি নেতা মুহাম্মদ আশরাফুল ইসলাম হীরার পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় দূরদূরান্ত হতে যুক্তরাজ্য বিএনপি’র বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় নেতৃবৃন্দ ১লা সেপ্টেম্বর বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশনায়ক তারেক রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য সভাটিকে যথাযথভাবে সফল করার উপর গুরুত্বারোপ করেন এবং যুক্তরাজ্য বিএনপি’র বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দকে ১লা সেপ্টেম্বর নির্দিষ্ট সময়ের মধ্যে সভাস্থলে উপস্থিত হওয়ার জন্য বিশেষ আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৯০’র আপোষহীন ছাত্রনেতা ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক এমদাদ হোসেন টিপু, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি, ছাতক উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও যুক্তরাজ্য বিএনপি নেতা জাকির কবিরী, যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও যুক্তরাজ্য বিএনপি নেতা সারোয়ার ইসমাইল, যুক্তরাজ্য বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, সাবেক পরিকল্পনা বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম, সাবেক সমবায় সম্পাদক সৈয়দ জিল্লুল হক, সাবেক সহ-সমবায় সম্পাদক আঃ মালিক কুটি, সাবেক সহসাংগঠনিক সম্পাদক এডভোকেট খলিলুর রহমান, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও যুক্তরাজ্য বিএনপি নেতা নিজাম উদ্দিন আহমদ, সালেহ আহমদ জিলান প্রমুখ।
ব্যস্ততার জন্য সভায় উপস্থিত হতে না পেরে এপোলজি দিয়েছেন এবং সভার যেকোন সিদ্ধান্তের সাথে একাগ্রতা ঘোষনা করেছেন যুক্তরাজ্য বিএনপি সাবেক সহসভাপতি আখতার হোসেন টুটুল, সাবেক সহসভাপতি মুজিবুর রহমান (কেমডেন), জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এমএ কাদির, আখলাকুর রহমান লুকু, সাবেক প্রচার সম্পাদক আব্দুল কাইয়ূম, জাহাঙ্গীর আহমেদ, টিপু আহমেদ, সিদ্দিকুর রহমান শামীম, শহীদুল ইসলাম কয়েস, খলিল আহমদ খাঁন, এফ আহমেদ, এম আর সিদ্দিক, মিনহাজ রহমান প্রমুখ।
যুক্তরাষ্ট্রে ভ্রমনরত যুক্তরাজ্য বিএনপি’র সাবেক সহ-সাধারন সম্পাদক হেলাল নাসিমুজ্জামান ফোনের মাধ্যমে অনুষ্ঠানের সিদ্ধান্তের প্রতি একাগ্রতা ঘোষনা করেছেন।