ঢাকা: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, প্রত্যেকটি বিভাগকে দুর্নীতি ও স্বজনপ্রীতি থেকে বেরিয়ে আসতে হবে। এর জন্য যখন যেখানে প্রয়োজন রদবদল হবে। এ নিয়ে কোনো সমঝোতা করবো না।
মঙ্গলবার বিটিআরসিতে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি একথা বলেন। অবৈধ ভিওআইপির বিরুদ্ধে অভিযান চলবে বলেও জানান তারানা।