ওয়াশিংটন: ‘জাতিসংঘের সাউথ সাউথ কো-অপারেশন ভিশনারি অ্যাওয়ার্ড’ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল ব্যবস্থায় বাংলাদেশের অগ্রগতি ও শিক্ষার প্রসারে ভূমিকা রাখার জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়। শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘গ্লোবাল সাউথ সাউথ ডেভেলপমেন্ট এক্সপোর (জিএসএসডি এক্সপো)’ সমাপনী উৎসবে প্রধানমন্ত্রীর পক্ষে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ইপিং ঝু’র হাত থেকে ওই পুরস্কার গ্রহণ করেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে জয় তার মা শেখ হাসিনার লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
এসময় এক প্রতিক্রিয়ায় সজীব ওয়াজেদ জয় বলেন, সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে এ পদক প্রাপ্তি তারই স্বীকৃতি। এর আগে গত বছরের ২৩শে সেপ্টেম্বর দারিদ্র্য মোচনে বাংলাদেশের অবদান এবং দারিদ্র্য কমাতে সরকারের গুরুত্বপূর্ণ সফলতার স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী দ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর সাউথ সাউথ কো-অপারেশন (আইওএসএসসি) পুরস্কার পান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মো. আসাদুল ইসলাম, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের উপপ্রধান মোহাম্মদ আবদুল মুহিত প্রমুখ।