Home আইন প্রধান বিচারপতির সমালোচনা: দুই মন্ত্রীকে লিগ্যাল নোটিশ

প্রধান বিচারপতির সমালোচনা: দুই মন্ত্রীকে লিগ্যাল নোটিশ

431
0

ঢাকা: প্রধান বিচারপতি এস কে সিনহার সমালোচনা করে বক্তব্য দেওয়ায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠিয়েছেন। ২৪ ঘণ্টার মধ্যে দুই মন্ত্রীকে তাদের বক্তব্যের ব্যাপারে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়েছে।
গত শনিবার ঘাতক দালাল নির্মূল কমিটির এক আলোচনায় অংশ নিয়ে প্রধান বিচারপতির তীব্র সমালোচনা করেন কামরুল ইসলাম এবং আ ক ম মোজাম্মেল হক। প্রধান বিচারপতিকে বাদ দিয়ে নতুন বেঞ্চ গঠন করে জামায়াত নেতা মীর কাসেম আলীর মামলার পুনরায় শুনানির দাবি করেন খাদ্যমন্ত্রী। দুই মন্ত্রীর বক্তব্য অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

Previous articleদঃ সুনামগঞ্জের পশ্চিম বীরগাওয়ে পুকুর থেকে ফের ৫ লাখ টাকার মাছ লুট
Next articleজগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের ৭ মার্চের আলোচনা সভা অনুষ্ঠিত