Home রাজনীতি প্রবল বর্ষণে রাস্তা ঠিক রাখা যাচ্ছে না: সেতুমন্ত্রী

প্রবল বর্ষণে রাস্তা ঠিক রাখা যাচ্ছে না: সেতুমন্ত্রী

433
0

গাজীপুর প্রতিনিধি: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবার প্রবল বর্ষণে কোনোভাবেই রাস্তা ঠিক রাখা যাচ্ছে না। ভারী যানবাহনে সারাদেশেই রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা জরুরিভাবে নির্দেশ দিয়েছি আমাদের ইঞ্জিনিয়াররা সার্বক্ষণিক রাস্তায় থাকবেন। এ মুহূর্তে আমাদের একটাই এজেন্ডা সেটা হলো রাস্তাকে ইউজেবল ও সচল করে রাখা। বুধবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া বাইপাস মোড়ে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন সেতুমন্ত্রী।

তিনি বলেন, রাস্তায় যে বড় বড় গর্ত হয়েছে গর্তগুলো ভরাট করতে হবে। রাস্তা থেকে যেন পানি সরে যায় সে ব্যাপারে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে। কোনো অবস্থাতেই রাস্তা বন্ধ থাকবে না। ইঞ্জিনিয়ারদের প্রয়োজনে ২৪ ঘণ্টা রাস্তায় থাকতে হবে। এটাই আমার নির্দেশ। এটা বলতেই আমি এসেছি।

এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী ডিএকেএম নাহীন রেজা।

Previous articleভূয়া ডাক্তারের সাইনবোর্ড লাগিয়ে চিকিৎসার নামে চলছে প্রতারণা
Next articleসামনের বছর থেকে আর জলাবদ্ধতা দেখবেন না: স্থানীয় সরকারমন্ত্রী