নড়াইল: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার (পিএসসি) বিজ্ঞানের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নড়াইল শহরের রূপগঞ্জ এলাকা থেকে দুই জনকে আটক করেছে পুলিশ। এরা হলেন, মাসুম কম্পিউটার-এর দোকান মালিক মাসুম হোসেন (২৪) ও দোকানের কর্মচারী জাহাঙ্গীর হোসেন (১৮)।মঙ্গলবার রাত ১০টার সময় তাদের আটক করা হয়।
সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আমির জানান, মঙ্গলবার রাত ১০টার সময় মাসুমের দোকান থেকে বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন প্রিন্ট করার সময় দুইজনকে আটক করা হয়। এ সময় ওই দোকান থেকে বিজ্ঞানের প্রশ্নপত্র, দুইটি কম্পিউটার ও ২১টি পাসপোর্ট জব্দ করা হয়। তবে আটক মাসুম হোসেন জানিয়েছেন, তিনি ইন্টারনেট থেকে এ প্রশ্ন ডাউনলোড করেছিলেন।