ঢাকা: জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহম্মদ মুজাহিদ প্রাণভিক্ষা চেয়েছেন এবং সরকারের কাছে ওই আবেদন সংরক্ষিত আছে মর্মে আজ রোববার আইনমন্ত্রী আনিসুল হক এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যে বক্তব্য দিয়েছেন তা আবারো নাকচ করে দিয়েছেন মুজাহিদের ছেলে আলী আহমাদ মাবরুর।
রোববার রাত সাড়ে ৮ টায় এক প্রতিক্রিয়ায় মাবরুর বলেন, আমরা গতকালই বলেছি যে, আমার বাবা আলী আহসান মোহম্মদ মুজাহিদ রাষ্ট্রপতির কাছে প্রানভিক্ষার আবেদন করেননি। আমি আবারও বলছি, সরকারের কাছে যদি প্রাণভিক্ষার আবেদন সংরক্ষিত থাকে, তাহলে সেটা দেখানো হোক। আমরা এটা দেখতে চাই। আমরা আমার বাবার হাতের লেখা ও স্বাক্ষর চিনি।