ঢাকা: মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের প্রাণভিক্ষার বিষয় জানতে কারাগারে ঢুকেছেন জেলা প্রশাসনের দুই ম্যাজিস্ট্রেট।
শনিবার সকাল ১০টার দিকে তারা কারাগারে ঢোকেন। দণ্ডপ্রাপ্তরা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি না সে বিষয়ে তারা জানতে চাইবেন। যদি তারা আবেদন করেন তবে তা রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেয়া হবে। আর যদি না করেন তবে ফাঁসি কার্যকরের প্রস্তুতি শুরু হবে।