Home জাতীয় প্রাণভিক্ষার বিষয়ে পরে জানাবেন সালাউদ্দিন-মুজাহিদ

প্রাণভিক্ষার বিষয়ে পরে জানাবেন সালাউদ্দিন-মুজাহিদ

398
0

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ এখন পর্যন্ত প্রাণভিক্ষার আবেদন করেননি। রাষ্ট্রপতির কাছে আদৌ প্রাণভিক্ষার আবেদন করবেন কি না, তা পরে জানাবেন বলে কারা কর্তৃপক্ষকে জানিয়েছেন তাঁরা।

কারাগারের একজন কর্মকর্তা জানান, বৃহস্পতিবার রাতে সালাউদ্দিন কাদের ও মুজাহিদকে রায় পড়ে শোনানো হয়েছে। তাঁরা প্রাণভিক্ষার আবেদন করবেন কি না সে ব্যাপারে জানতে চাইলে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত দেননি, সময় নিয়েছেন। ওই কর্মকর্তা আরো জানান, শুক্রবার আবারও তাদের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হবে। কারা কর্তৃপক্ষ ফাঁসির সব প্রস্তুতি সম্পন্ন করেছে। আইন অনুযায়ী এ প্রক্রিয়ায় ধাপগুলো মেনে চলা হবে।

কারা উপ মহাপরিদর্শক গোলাম হায়দার বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুজনের কেউই প্রাণভিক্ষার আবেদন করবেন কি না সে ব্যাপারে সিদ্ধান্ত দেননি। আজ তাঁদের কাছে আবার এ ব্যাপারে সিদ্ধান্ত জানতে চাওয়া হবে।

Previous articleবর্তমান বিচার প্রক্রিয়া চলছে রাজনৈতিক বিবেচনায়: গয়েশ্বর
Next articleখালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির থাকতে নেতাকর্মীদের বিএনপির আহবান