ঢাকা ও চট্টগাম সিটিতে বিএনপির প্রার্থীদের প্রচারণা করতে দেয়া হচ্ছে না অভিযোগ করে আটক ২০ দলের নেতাকর্মীদের মুক্তি দিয়ে সিটি নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। একই সঙ্গে তিনি সরকারকে হিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বানও জানান। শনিবার বেলা সাড়ে ১১ টায় দলের নয়া পল্টন কার্যালয়ে ১০২ দিন পরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার দেশে একাটি শ্বাসরুদ্ধকর অবস্থা তৈরি করে রেখেছিলো। একটি গণতান্ত্রীক দেশের বৃহৎ রাজনৈতিক দলের কার্যালয় ১০২ দিন ধরে তালাবদ্ধ করে রেখেছিলো সরকার। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তার কার্যালয়ে ইট বালুর ট্রাক দিয়ে আটকে রেখেছিলো। দলের হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। যুগ্ম মহাসচিব সালাউদ্দিনসহ অসংখ্য নেতাকর্মীকে গুম করে রাখা হয়েছে। আমরা অবিলম্বে তাদের ফিরিয়ে দেয়ার আহ্বান জানাচ্ছি। সিটি নির্বাচনে অংশগ্রহণের কারন ব্যাখা করে তিনি বলেন, এ নির্বাচনটি অনেক আগেই দেয়ার দরকার ছিলো। কারণ দীর্ঘদিন ধরে রাজধানীর মানুষ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। তাই আমরা সিটি নির্বাচনে অংশ নিয়েছি। বিএনপি সব সময় প্রতিযোগীতা ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে পছন্দ করে কিন্তু সরকার অংশগ্রহনমূলক নির্বাচন করতে ভয় পায়।