ঢাকা: মেয়র প্রার্থীদের পাশাপাশি, ঢাকার কাউন্সিলর প্রার্থীরাও ছুঁটছেন ভোটারদের দরজায় দরজায়। ভোট চাচ্ছেন করছেন শুভেচ্ছা বিনিময়। প্রচারে পুরোনো প্রার্থীদের সঙ্গে সমানতালে ছুটছেন নতুনরাও। দেয়ালে পোস্টার সাটা যাবে না। কিন্তু ঝুলন্ত লিফলেটে বাধা নেই। অথচ ঢাকার কয়েকটি ওয়ার্ডে এখনও সেগুলোর দেখা নেই।
গণসংযোগই কাউন্সিলরদের প্রার্থীদের মূল ভরসা। বাড়ি কিংবা দোকাটপাট, চেষ্টা করছেন সব ভোটারদের দরজায় পৌঁছাতে।
অনেক প্রার্থীই বয়সে তরুণ। উৎসাহও বেশি তাদের। নতুন ভাবনা নিয়ে এলাকার জন্য কিছু করতে চান। দিতে চান নাগরিক সুবিধার নিশ্চয়তা। করতে চান স্থানীয় প্রশাসনকে জোরদার।
ড্রেনেজ ব্যবস্থা, পানি, বিদ্যুৎ, গ্যাসসহ নানা দিকে ভুগছে নগরবাসী। এগুলোর সমাধানে কে কী প্রতিশ্রুতি দিচ্ছেন, মনোযোগ দিয়ে খেয়াল রাখছেন ভোটাররাও।
কাউন্সিলরদের অনেকের বিরুদ্ধে মামলা। আদালতে জামিন নিয়ে কিছুটা দেরিতে মাঠে নেমেছেন কেউ কেউ। অনেকে আবার জামিন না পেয়ে আছেন গোপনে। এসব সুরাহা হলে বাকি দিনগুলোতে প্রচারণা আরো জমে উঠবে।