Home বিভাগীয় সংবাদ ফরিদপুরে জাফরউল্লাহ’র সভায় গুলি, ওসিসহ আহত ৭

ফরিদপুরে জাফরউল্লাহ’র সভায় গুলি, ওসিসহ আহত ৭

444
0

Fire
নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় জেলা আওয়ামী লীগের সদস্য দীপক মজুমদারের দেহরক্ষীর শর্টগানের গুলিতে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ৭ জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে ভাঙ্গার কাউলিবেড়া গ্রামে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহর একটি পথসভায় দীপক মজুমদারের দেহরক্ষীর শর্টগান থেকে বের হওয়া গুলিতে এ ঘটনা ঘটে। সকালে কাউলিবেড়া গ্রামে আওয়ামী লীগ নেতা কাজী জাফরউল্লাহ পথসভা করছিলেন।
এক পর্যায়ে সেখানে গুলিবর্ষণের ঘটনা ঘটে। ভাঙ্গা থানার ওসি নাজমুল ইসলামসহ সাতজন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অন্য ছয়জন আওয়ামী লীগ কর্মী। তারা হলেন- সাহেব আলী, ইছারত আকন্দ, জমির মাতব্বর, ফরহাদ মাতব্বর, শাজাহান ও ইমারত আকন্দ। তবে গুলি ইচ্ছাকৃত না অসাবধানতাবশত বের হয়েছে তা এখনও জানা যায়নি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম জানান, এ ঘটনায় গুরুতর আহত দু’জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

Previous articleজগন্নাথপুরে মুজিবনগর দিবস পালিত
Next articleসরকার শান্তিু চুক্তি বাস্তবায়ন করবে: ওবায়দুল কাদের