মাদারীপুর: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারের বিরুদ্ধে আন্দোলনের ফাঁদ পাততে গিয়ে বিএনপিই ফেঁসে গেছে।
তিনি বলেন, বিএনপি একদিকে বলছে তামাশার নির্বাচন। অন্যদিকে সেই তামাশার নির্বাচনে অংশ নিচ্ছে। একদিকে বলছে, অবৈধ সরকার। আবার সেই সরকারের সঙ্গে সংলাপে বসতে চাচ্ছে। এটা তো তাদের দ্বিচারিতা। আসলে তারা সরকারের জন্য আন্দোলনের ফাঁদ পাততে গিয়ে নিজেরাই ফেঁসে গেছে।
শুক্রবার সকালে মাদারীপুরের সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে মন্ত্রী এ মন্তব্য করেন।
খুলনা-চট্টগ্রাম ভায়া মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের মাদারীপুরের কাজীরটেকে আড়িয়াল খাঁ নদীর উপর নির্মিত হচ্ছে ৬৯৪ মিটার দীর্ঘ ‘সপ্তম চীন-বাংলাদেশ মৈত্রী সেতু’।
আগামী ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের মেয়াদ থাকলেও চলতি জুলাই মাস নাগাদ কাজ শেষ হওয়ার প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন- মাদারীপুরের জেলা প্রশাসক জি এস এম জাফরউল্লাহ, সড়ক ও জনপথ অধিদফতরের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, সহকারী পুলিশ সুপার আবু বকর সিদ্দিক, জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন মোল্লা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দেসহ সেতুর কাজে নিয়োজিত চীনের প্রকৌশলীরা।