Home খেলাধুলা ফুটবলেও বাংলাদেশের জয়

ফুটবলেও বাংলাদেশের জয়

1100
0

81332_tttক্রিকেট জয়ের দিনে ফুটবলও পিছিয়ে থাকল না। ঢাকায় যখন বাংলাদেশ ক্রিকেট দল জিম্বাবুয়েকে হারিয়েছে, তখন রাজশাহীতে বাংলাদেশ ফুটবল দল ১-০ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে। ফুটবলে এই জয়ের নায়ক জাহিদ হাসান এমিলি। রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে পাস, স্কিল, মধ্যমাঠের নিয়ন্ত্রণ, রণ—সবকিছুতেই শ্রীলঙ্কা থেকে এগিয়ে থেকেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
ম্যাচের মাত্র ৩ মিনিটেই দর্শকদের আনন্দে ভাসান আগের ম্যাচের গোলদাতা জাহিদ হাসান এমিলি। বক্সে মামুনুল ইসলামকে ফাউল করায় পেনাল্টি পায় বাংলাদেশ। পেনাল্টি থেকে গোল আদায়ে ভুল হয়নি এমিলির। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচে এ নিয়ে ১৮ গোল এমিলির।
উল্লেখ্য, শ্রীলঙ্কার-বাংলাদেশ দুই দলের মধ্যকার ১৪ ম্যাচের ৯ টিতে জিতেছে টাইগাররা। টাইগাররা। দুটি ম্যাচ ড্র হয়। আর বাকি তিনটি ম্যাচ জিতেছিলেন লঙ্কানরা।

Previous articleপাবনায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
Next articleঢাবিতে যোগ হচ্ছে আরো ৩ বিষয়