Home বিভাগীয় সংবাদ ফুলবাড়িয়ায় ১৪৪ ধারা, পুলিশের মামলা

ফুলবাড়িয়ায় ১৪৪ ধারা, পুলিশের মামলা

533
0

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলনরতদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুইজন নিহত হওয়ার পর পৌর শহরে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পৌর শহরে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
অন্যদিকে এ ঘটনায় পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধার অভিযোগে ৪০০ থেকে ৫০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে ফুলবাড়িয়া থানার এসআই রফিক বাদি হয়ে গতকাল রোববার রাতে একটি মামলাও করেছেন।
ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও স্থানীয়দের সাথে গতকাল রোববার পুলিশের সংঘর্ষ বাঁধলে কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক আবুল কালাম আজাদ (৫০) ও পথচারী সফর আলীর (৭০) মৃত্যু হয়। আহত হন আরও ২০ জন। এ ঘটনার পর থেকে ফুলবাড়ীয়ায় উত্তেজনা বিরাজ করছে।

Previous articleআয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ছে না: অর্থমন্ত্রী
Next articleজাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের আবেদন ফরম পূরণ শুরু