ফেনী: ফেনীর দাগনভূঞায় মাছ বোঝাই একটি ট্রাকে পেট্রোল বোমা হামলায় চালকসহ পাঁচ জন অগ্নিদগ্ধ হয়েছেন। শুক্রবার ভোর ৫টার দিকে দাগনভূঞার মাতুভূঞায় এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হচ্ছেন- চালক মো. আবু ইউসুফ, ব্যবসায়ী রবিউল, খোকন, ওয়াসিম ও হোসেন। এরা সবাই কুমিল্লা বুড়িচং উপজেলার জিয়াপুর গ্রামের। এদের চোখে, মুখে, পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে বোমার স্প্লিন্টার বিদ্ধ হয়েছে। তাদের ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে কুমিল্লা থেকে মাছ বোঝাই করে বসুরহাট যাওয়ার পথে ফেনী-নোয়াখালী সড়কের দাগনভূঞা উপজেলার মাতুভূঞা এলাকায় পৌঁছলে ১০/১২ জন গাড়ির গতিরোধ করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে তারা ৫ জন দগ্ধ হন।
স্থানীয়রা উদ্ধার করে তাদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করে।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়েজ জানান, চালক আবু ইউসুফের শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া অন্যদের শরীরের বিভিন্ন স্থানে দগ্ধ হয়েছেন। ফেনী সদর হাসপাতালের বার্ন ইউনিটে তাদের চিকিৎসা চলছে
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সাল চালকসহ ৫ মাছ ব্যবসায়ী দগ্ধ হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।