Home বিনোদন ফের নগ্ন হলেন কার্দাশিয়ান

ফের নগ্ন হলেন কার্দাশিয়ান

983
0

Kim Kardashian
বিনোদন ডেস্ক: ‘লাভ ম্যাগাজিনে’ আবারও দেখা যাবে রিয়েলিটি শো তারকা কিম কার্দাশিয়ানের নগ্ন রূপ। এর আগে ‘ব্রেক দ্য ইন্টারনেট’ ম্যাগাজিনের প্রচ্ছদে নগ্নভাবে নিজেকে উপস্থাপন করেছিলেন কার্দাশিয়ান। লাভ ম্যাগাজিনের নতুন এই সংখ্যার ৩০ নম্বর পৃষ্ঠায় কিম কার্দাশিয়ানের নগ্ন ছবি প্রকাশ করা হবে। ইতিমধ্যে স্টিভেন ক্যালিনের কাছে ফটোস্যুটও সেরে ফেলেছেন কার্দাশিয়ান।
এর আগে গত বছরের নভেম্বরে ‘ব্রেক দ্য ইন্টারনেট’ ম্যাগাজিনের জন্যে ফটোস্যুট করেছেন কার্দাশিয়ান। স্টিভেন ক্যালিনের সঙ্গে কাজ করতে পেরে বেজায় খুশি কার্দাশিয়ান। এক পোস্টে কার্দাশিয়ান নিজেই এমনটি জানিয়েছেন।

Previous articleআরিফুল হক চৌধুরীর জামিন নামঞ্জুর
Next articleসেনাবাহিনী নামানোর মতো পরিস্থিতি হয়নি: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী