Home জাতীয় ফের পেছালো এসএসসি ও সমমানের পরীক্ষা

ফের পেছালো এসএসসি ও সমমানের পরীক্ষা

931
0

student 01
ঢাকা: বিরোধী জোটের ডাকা হরতালের কারণে শুরুর আগেই দ্বিতীয় দফা পেছানো হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। এসএসসি ও সমমানের বুধবারের পরীক্ষা আগামী শনিবার অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিকেলে মন্ত্রণালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ ঘোষণা দেন।
তিনি বলেন, ৪ ফেব্রুয়ারি বুধবার যেসব বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল, সেগুলো নেওয়া হবে আগামী ৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায়।
এর আগে গত ২ ফেব্রুয়ারির ছয়টি বিষয়ের পরীক্ষা একই কারণে পিছিয়ে ৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত সময় রাখা হয়।
ফলে সাপ্তাহিক ছুটির দিনেই এবারের এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা হবে, যাতে অংশ নেবে ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী।
পরিবর্তিত সূচিতে শুক্র ও শনিবার পরপর দুদিন দুটি বিষয়ের পরীক্ষায় বসতে হবে শিক্ষার্থীদের।
এ সময় শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সব-কমিটির সভাপতি আবু বক্কর ছিদ্দিক উপস্থিত ছিলেন।

Previous articleহরতাল বাড়লো আরো ৩৬ ঘণ্টা
Next articleসংকট নিরসনে সংলাপই একমাত্র প্রেসক্রিপশান: বি চৌধুরী