ঢাকা: লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডে আটক শফিউর রহমান ফারাবীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তথ্য প্রযুক্তি আইনে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় তার এ রিমান্ডের আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। আজ বেলা ১১টার দিকে রমনা থানায় এ মামলাটি দায়ের করেন ডিবি’র পরিদর্শক ফজলুর রহমান।
এর আগে অভিজিৎ হত্যাকাণ্ডে শাহবাগ থানায় দায়ের হওয়া মামলায় ১০ দিনের রিমান্ডে ছিলেন ফারাবী। রিমান্ড শেষে তাকে শনিবার দুপুরে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। গত ২রা মার্চ যাত্রাবাড়ী থেকে তাকে আটক করে র্যা ব। গত ২৬শে ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে বইমেলা থেকে ফেরার পথে টিএসসির সামনে মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা, লেখক ও ব্লগার অভিজিৎ রায় ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে কুপিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা অভিজিৎ রায়কে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বন্যাকে পরে যুক্তরাষ্ট্রে নেয়া হয়।