Home প্রযুক্তি ফেসবুক বন্ধ থাকায় নাশকতা কম হয়েছে: তারানা হালিম

ফেসবুক বন্ধ থাকায় নাশকতা কম হয়েছে: তারানা হালিম

913
0

ঢাকা: ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম দাবি করেছেন, ফেসবুকসহ বেশকিছু সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকার কারনেই এবার মানবতাবিরোধী অপরাধে দুজনের ফাঁসির পর নাশকতা কম হয়েছে। সোমবার বিকালে সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি এমন দাবি করেন। তিনি বলেন, অন্যান্য রায়ের পর কম-বেশি সহিংসতা হয়েছে। কিন্তু এবার ফেসবুক বন্ধ থাকায় তেমন কোনো নাশকতা হয়নি।

তারানা হালিম বলেন, সরকার দেশের মানুষের স্বার্থের কথা চিন্তা করেই সিদ্ধান্ত নেয়। তাই, সামাজিক যোগাযোগ মাধ্যম সাময়িক বন্ধ থাকলেও মানুষ বিরক্ত নয়। সামাজিক যোগাযোগের মাধ্যমের চেয়ে দেশের মানুষের জীবন সরকারের কাছে অনেক গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকলে কোনো সমস্যা নেই। তবে, একজন মানুষের জীবন আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ।

Previous articleজামায়াতকে যত তাড়াতাড়ি নিষিদ্ধ করা যায় ততোই মঙ্গল: হানিফ
Next articleজামায়াত কি কৌশল বদলাচ্ছে?