Home বিভাগীয় সংবাদ বইপড়া উৎসবের সমাপনী ২৭ মার্চ

বইপড়া উৎসবের সমাপনী ২৭ মার্চ

413
0

সিলেটে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ইনোভেটর আয়োজিত তিন মাস ব্যাপী বইপড়া উৎসবের সমাপনী আগামী ২৭ মার্চ সোমবার। এদিন বিকেল ৩টায় জেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ উৎসবের পর্দা নামবে। সমাপনী অনুষ্ঠানে বইপড়া উৎসবের এ বছরের নির্বাচিত শ্রেষ্ঠ পাঠক ও সেরা পাঠকদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। এছাড়া এ বছর প্রথমবারের মতো বিশেষ পাঠক পুরস্কারের প্রবর্তন করা হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হবে। অনুষ্ঠানে সিলেটসহ দেশের প্রখ্যাত ব্যাক্তিবর্গ উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেবেন। সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে তিন মাসব্যাপী বইপড়া উৎসবের চলতি আসরের সমাপ্তি হবে। গত ২০ ডিসেম্বর এ উৎসবের উদ্বোধন করেন বরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা সেলিনা হোসেনের ‘গল্পটা শেষ হয়না’ এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সৈয়দ শামসুল হকের ‘নিষিদ্ধ লোবান’ গ্রন্থটি গ্রহণ করে। পরবর্তীতে গত ১৭ ফেব্রুয়ারি নগরীর মদন মোহন কলেজে গ্রন্থ দু’টি থেকে পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা। বইপড়া উৎসবের প্রবর্তক ও জীবনমান উন্নয়ন প্রয়াসী সংস্থা ইনোভেটর’র নির্বাহী সঞ্চালক প্রণবকান্তি দেব জানান, আগামী ২৭ মার্চ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের অর্জন গ্রহণ করবে। তিনি এদিন শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানান। উল্লেখ্য, ‘জ্ঞানের আলোয় অবাক সূর্যোদয়!/ এসো পাঠ করি/ বিকৃতির তমসা থেকে/ আবিস্কার করি স্বাধীনতার ইতিহাস’ স্লোগানকে সামনে রেখে ২০০৬ সাল থেকে এ অনুষ্ঠান চলে আসছে।

Previous articleজঙ্গিদের রক্ষায় বিএনপি মায়াকান্না করছে: সিলেটে শ্রমিক সমাবেশে হানিফ
Next articleশাহজালাল জামেয়া দ্বীনিয়া মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া অনুষ্ঠিত