Home আঞ্চলিক বইপড়া উৎসব আগামী কালের সমাপনি অনুষ্ঠান স্তগিত হয়েছে

বইপড়া উৎসব আগামী কালের সমাপনি অনুষ্ঠান স্তগিত হয়েছে

707
0
বইপড়া উৎসবের আগামী কালের সমাপনি অনুষ্ঠান স্তগিত করা হয়েছে।
বইপড়া উৎসবের প্রবর্তক ও জীবনমান উন্নয়ন প্রয়াসী সংস্থা ইনোভেটর’র নির্বাহী সঞ্চালক প্রণবকান্তি দেব জানান অনবার্যকারনবশত এ্ অনুষ্ঠান স্তগিত করা হয়েছে,তবে হতাশ হওয়ার  কিছু নেই, পরবর্তী যথাসময় সবাইকে জানিয়ে দেয়া হবে বলে তিনি  জানান। উল্লেখ্য  সিলেটে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ইনোভেটর আয়োজিত তিন মাস ব্যাপী বইপড়া উৎসবের সমাপনী আগামীকাল ২৭ মার্চ সোমবার।বিকেল ৩টায় জেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠিত হওয়ার কথাছিল।
Previous articleসিলেটে বিস্ফোরণে ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৬
Next articleআতিয়া মহলে নিহত দুই জঙ্গি