
বগুড়া: বগুড়ায় বিশেষ অভিযান চালিয়ে ১০১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন এলাকায় রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বগুড়া সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) উজ্জ্বল কুমার রায় জানান, বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১০১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।