Home বিশেষ সংবাদ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সিলেট ক্যামব্রিয়ান কলেজে আলোচনা সভা...

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সিলেট ক্যামব্রিয়ান কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত

444
0

নিজস্ব প্রতিনিধি: সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন (১৭ই মার্চ) ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক আলোচনা সভা গতকাল সকাল ১১ টায় কলেজের অডিটোরিয়ামে উৎসব মুখর পরিবেশে এস.এ.ও ফাউন্ডেশনর চেয়ারম্যান ও সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল শিব্বির আহমদ ওসমানী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে অধ্যক্ষ শিব্বির আহমদ ওসমানী বলেন, বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাসের মহাপুরুষ শেখ মুজিবের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। বঙ্গবন্ধু ছিলেন মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মহানায়ক। তিনি বাঙালি জাতিকে দিয়ে গেছেন স্বাধীনতা। দিয়েছেন স্বাধীন-সার্বভৌম মানচিত্র আর শস্য-শ্যামল জমিনের ওপর সূর্য লাল পতাকা।
অষ্টম শ্রেণির শিক্ষার্থী আশারাফ আহমদেও কোরআন তেলাওয়াতের মাধ্যমে ও ইসলামের ইতিহাসের প্রভাষক মবরুর আহমদ সাজুর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক খয়রুন নেছা চৌধুরী নাজ, পদার্থ বিভাগের প্রভাষক মিশন দত্ত, জীববিজ্ঞান বিভাগের প্রভাষক রেফা বেগম, প্রভাষক আয়েশা জামিলা, প্রভাষক নাজিম উদ্দিন চৌধুরী, প্রভাষক ফাতেমা লিপি, প্রভাষক শারমিন তাহেরা চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা মারজান চৌধুরী, প্রভাষক আব্দুল্লাহ আল মাহমুদ, প্রভাষক আবু সাহাদাত মো: সায়েম, শিক্ষক জামাল হোসেন, আবুল হোসেন, রিমা রায়, শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন, উজ্জ্বল রহমান, আমিন আহমদ জয়, মাহমুদ হাসান সজিব, তানভীর আহমদ, মাসুক আহমদ, শতাব্দী, হাফছা বেগম, আফসানা বেগম, ইমা আক্তার, আনুজমান আহাদ প্রমুখ।

Previous articleচলতি মাসের মধ্যেই জাপার জোট ঘোষণা: এরশাদ
Next articleজগন্নাথপুর বাজারে ৩ টি ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি