Home আইন বঙ্গবন্ধু মেডিক্যালে মাওলানা সাঈদীর স্বাস্থ্য পরীক্ষা

বঙ্গবন্ধু মেডিক্যালে মাওলানা সাঈদীর স্বাস্থ্য পরীক্ষা

948
0

Saydee 02
ঢাকা: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন মাওলানা সাঈদীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। কোমরে ব্যথার কারণে মঙ্গলবার সকাল ১১টার দিকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে এনে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
মাওলানা সাঈদীর ছেলে মাসুদ সাঈদী জানিয়েছে- তার বাবার কোমর ও হাটুর এক্সরে করা হয়েছে। বর্তমানে মাওলানা সাঈদীকে কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে।
২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মাওলানা সাঈদীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। গত বছর ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগ তাকে আমৃত্যু কারাদণ্ড দেন।

Previous articleহাইকোর্টের রুল: জাবিতে মাদ্রাসা ছাত্রদের প্রতি ভর্তি বৈষম্য কেন অবৈধ নয়
Next articleগায়ের জোরে ক্ষমতায় থাকতে চাইলে পতনও গায়ের জোরে: ড. এম ওসমান ফারুক