ঢাকা: সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় এলাকায় রাজশাহী এক্সপ্রেসের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে দেশের উত্তর ও দণি-পশ্চিমাঞ্চলের সাথে রাজধানীর রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানার ওসি আমিনুল ইসলাম জানান, রোববার সকাল সোয়া ৮টার দিকে ঈশ্বরদী থেকে ঢাকা যাওয়ার পথে সেতুর পশ্চিমপাড়ে সয়দাবাদ এলাকার ইকোপার্কের কাছে ওই ট্রেনের চারটি বগি বগি লাইনচ্যুত হয়। তবে এতে কেউ আহত হননি বলে তিনি জানান। দুর্ঘটনার পরপরই ঢাকার সাথে খুলনা ও রাজশাহীসহ উত্তর ও দক্ষিণ-পশ্চিমবঙ্গের সব গন্তব্যের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
পশ্চিমাঞ্চল রেল বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) আব্দুল আউয়াল ভুইয়া জানান, ট্রেনটি সয়দাবাদ স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর বঙ্গবন্ধু সেতুতে ওঠার আগে হঠাৎ লাইনচ্যুত হয়। খবর পেয়ে ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। লাইনচ্যুত বগি সরিয়ে নেয়ার পর শিগগিরই ট্রেন চলাচল আবার শুরু করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।