Home জাতীয় বঙ্গবন্ধু হত্যায় জাসদ নেতাদের বিচার চাইতে পারে আ’লীগ

বঙ্গবন্ধু হত্যায় জাসদ নেতাদের বিচার চাইতে পারে আ’লীগ

482
0

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে হত্যায় জাসদের কী ভূমিকা ছিল তা এদেশের জনগণ জানে। আওয়ামী লীগ এখন ক্ষমতায়। তারা বঙ্গবন্ধুকে হত্যার ঘটনায় জাসদ ও তাদের নেতাদের বিচার চাইতে পারে। মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে মঙ্গলবার দুপুরে শ্রদ্ধা নিবেদন শেষে নজরুল ইসলাম এ কথা বলেন। দল পুনর্গঠন করে নির্বাচনের দাবিতে বিএনপি পুনরায় আন্দোলনে যাবে বলেও জানান নজরুল ইসলাম খান।

তাছাড়া গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণকে সাথে নিয়ে নিয়ে আন্দোলনের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, সরকার আমাদের সভা-সমাবেশ করতে দেয় না। দল পুনর্গঠনেও নানাভাবে বাধা দিচ্ছে। মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের জেলে পুরে গোটা দেশকে কারাগারে পরিণত করে ফেলেছে। তিনি বলেন, সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না। বাজার নিয়ন্ত্রণে মনিটরিং নেই, তারা লুটপাটে ব্যস্ত। অনির্বাচিত বলে জনগণের দুর্ভোগে সরকারের জবাবদিহিতাও নেই।

Previous articleশিক্ষার মানোন্নয়নে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: শেখ রফিকুল ইসলাম
Next articleজাসদ হরতালের জন্য বোমা বানানোর দায়িত্ব দেয় বোমা নিখিল কে, গুলি ছুঁড়ে ইনু-আনোয়ার: গয়েশ্বর