বদরুজ্জামান সেলিমকে ছাত্রদল নেতৃবৃন্দের অভিনন্দন

0
476

সিলেট: বদরুজ্জামান সেলিম নবগঠিত সিলেট মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মনোনিত হওয়ায় সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা সোমবার রাতে ছাত্রদল নেতা মাহফুজুল করিম জেহীন এর নেতৃত্বে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন লুৎফুর রহমান, মামুন আহমদ মিন্টু, কামরুল ইসলাম সাহেদ, আসাদুর জ্জামান শহীদ, মছুরুর চৌধুরী, সালেহ আহমদ খান, দেওয়ান আরাফাত জাকির, জুবেদ আহমদ আমিরী, এনামুল হক সুহেল, জুনেদ আহমদ, সাইদ মাহমুদ, ওয়াদুদ মনির আহমদ, সৈয়দ হারুন, রহিম আহমদ, আহমদ, সাকিল আহমদ, ইফতি আহমদ সুমিম, শাহারিয়ান খান সাহেদ, নাবিল আহমদ রুবেল, এম এম কিবরিয়া, নাহিয়ান আহমদ রিপন, দবির আহমদ নাদিম, রিজভী রহমান জামাল, লুৎফুর রহমান মহেন, রাসেল আহমদ, এস এ সামাদ, আলমগীর হোসেন, সাকিল আহমদ, সেবুল আহমদ, জাহেদ আহমদ, রাইসুল ইসলাম মনি, তফিকুল ইসলাম শান্ত, রাসেল আহমদ, আলঙ্গীর হোসেন, মো: হাসান সাগর, লিটন আহমদ, সাগর আহমদ, মারুফ আহমদ, জেনী আহমদ, সুমন আহমদ, মোহন প্রমূখ।