Home বিভাগীয় সংবাদ বরিশালে ট্রাকে পেট্রলবোমায় চালকসহ নিহত ৩

বরিশালে ট্রাকে পেট্রলবোমায় চালকসহ নিহত ৩

451
0

Track
নিউজ ডেস্ক: বরিশালের গৌরনদীতে পোল্ট্রি খাবারবাহী ট্রাকে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- ট্রাকের চালক, হেলপার ও একজন লেবার। এদের মধ্যে একজনের নাম ওয়াজেদ আলী। শনিবার ভোর সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, মাদারীপুর থেকে পোল্ট্রি ফিড নিয়ে নিয়ে বরিশালে আসছিল ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৫৯৩২৬)। পথে গৌরনদীর বাটাজোর বাজারের দক্ষিণ পাশে ঢাকা-বরিশাল মহাসড়কে পৌঁছালে দুর্বৃত্তরা ট্রাকে পেট্রলবোমা ছোড়ে। এতে তিনজন দড়্ধ হয়ে মারা যান। নিহতদের মরদেহ স্থানীয় আশকাঠি স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।

Previous articleআলোকিত সামাজ কল্যাণ সংস্থা’র কার্যকরি কমিটির পরিচিত সভা
Next articleসহিংসতা, গুম-গ্রেপ্তার বন্ধ করুন