Home বরিশাল বরিশালে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

বরিশালে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

594
0

বরিশাল : বরিশালের উজিরপুর উপজেলার সানুহার এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (৭০) এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (২৬ আগস্ট) সকালে সানুহার বাসস্ট্যান্ড সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান জানান, বরিশাল-ঢাকা মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ি সকালে এই বৃদ্ধকে চাপা দিয়ে চলে যায়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে। বৃদ্ধ মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি।

Previous articleদেশে এখনো ওয়ান ইলেভেনের হাওয়া চলছে: ফখরুল
Next articleইবিতে গভীর রাতে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১৫