Home Uncategorized বর্ধমানকাণ্ডে সন্দেহভাজন ৩ জঙ্গি ঢাকায় আটক

বর্ধমানকাণ্ডে সন্দেহভাজন ৩ জঙ্গি ঢাকায় আটক

412
0

Atok 01
ঢাকা: ভারতের বর্ধমান বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে আটক করার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মাসুদুর রহমান জানান, রোববার রাতে রাজধানীতে তাদের আটক করা হয়। “তারা জেএমবি সদস্য। বর্ধমান বিস্ফোরণের ঘটনায় তাদের সংশ্লিষ্টতা আছে বলে সন্দেহ করা হচ্ছে।”
তাদের কাছ থেকে কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়েছে জানালেও আটক জঙ্গিদের নাম জানাননি এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, পরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Previous articleগণঅভ্যুর্থান আসন্ন: মির্জা ফখরুল
Next articleশ্রদ্ধা ও ভালোবাসায় কাইয়ুম চৌধুরীকে শেষ বিদায়