Home বিনোদন বলিউডে অভিনয় সবচেয়ে বড় ভুল ছিল মমতার!

বলিউডে অভিনয় সবচেয়ে বড় ভুল ছিল মমতার!

690
0

বিনোদন ডেস্ক: বলিউডের একসময়কার হট গার্ল ছিলেন তিনি। তারপর হঠাত্ করেই পর্দার আড়ালে চলে যান তিনি। সম্প্রতি আবারও খবরে ফিরেছেন ড্রাগ মাফিয়া ভিকি গোস্বামীর স্ত্রী হিসেবে! তিনি মমতা কুলকার্নি। কিন্তু ভিকির সঙ্গে নাকি বিয়েই হয়নি মমতার? এমনকী তাদের মধ্যে নাকি কোনও শারীরিক সম্পর্কও নেই! শুনতে অবাক লাগলেও এ দাবি করছেন স্বয়ং মমতা!

সম্প্রতি এক সাক্ষাত্কারে মমতা জানিয়েছেন, মিডিয়ায় ভিকিকে তার স্বামী বলে যে খবর প্রকাশিত হয়েছে তা সত্যি নয়। এমনকী ড্রাগ চক্রের সঙ্গে কোনও ভাবে তিনি যুক্ত নন। বরং মাদককে ঘৃণা করেন। মমতা আরও জানান, বলিউডে যাওয়া তার জীবনের সবচেয়ে বড় ভুল। শুধু মাত্র মায়ের উচ্চাভিলাষ পূরণ করার জন্যই তাকে অভিনয় করতে হত। মায়ের ইচ্ছে পূরণের শিকার ছিলেন তিনি। সেটা করতে গিয়ে তিনি নাকি অবসাদগ্রস্তও হয়ে পড়েন। পুলিশের মতে, হয়ত সে সময় থেকেই অন্ধকার জগতের সঙ্গে আরও বেশি করে জড়িয়ে পড়েন মমতা। গত জুন মাসে থানে পুলিশের তদন্তে উঠে আসে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, স্বামী ভিকি গোস্বামীর সঙ্গে মাদক পাচার চক্রে যুক্ত মমতা কুলকার্নিও। কিন্তু পুলিশ মমতাকে গ্রেফতার করতে পারেনি। কোথায় আছেন তিনি, তাও নাকি স্পষ্ট নয় পুলিশের কাছে।

Previous articleযারা ইফার খুতবা অনুসরণ করে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা: খাদ্যমন্ত্রী
Next articleআন্তর্জাতিকভাবে সুন্দরবনকে হত্যার পরিকল্পনা হচ্ছে: ড. এমাজউদ্দীন