Home ঢাকা বাঁচার আকুতি জানিয়ে ভবনের ভেতর থেকে মানুষের আহাজারি (ভিডিও)

বাঁচার আকুতি জানিয়ে ভবনের ভেতর থেকে মানুষের আহাজারি (ভিডিও)

626
0

রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক মানুষ ভবনের ভেতরে আটকে আছে। তারা বাঁচার আকুতি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করছে। এমনই একজন কর্মীর লাইভ ভিডিওতে দেখা যাচ্ছে, সিঁড়ির জন্য তারা আকুতি জানাচ্ছেন। না হয় তারা বাঁচতে পারবেন না বলে জানাচ্ছেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে টাওয়ারের ৮ বা ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। এছাড়া শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলেও ধারণা করা হচ্ছে।

এদিকে, ভবনের ভেতর আটকা পড়েছেন অনেকে। জীবন রক্ষার্থে অনেকে ভবনের ছাদেও আশ্রয় নিয়েছে। পাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডের ঘটনায় যোগ দিয়েছে বিমান বাহিনীর তিনটি হেলিকপ্টার। এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে নৌ, বিমান, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস।

এরমধ্যে আশেপাশের ভবন থেকে সরে গেছেন বাসিন্দারা। এছাড়া আগুনের উত্তাপে ভবনের কাঁচ ফেটে যাচ্ছে বলেও জানা গেছে।

Previous articleএবার এলিফ্যান্ট রোডে আগুন
Next articleখুলনায় ছুরিকাঘাতে ঠিকাদার নিহত