ঢাকা: বাংলাদেশ নৌবাহিনীর জন্য সর্বাধুনিক যুদ্ধজাহাজ বানাচ্ছে চীন। ‘স্বাধীন’ নামের এই ফ্রিগেটটি আগামী বছর হস্তান্তর করা হবে। চায়না শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি করপোরেশন (সিএসআইসি) রপ্তানির অংশ হিসেবে প্রথমবারের মতো এ যুদ্ধজাহাজ নির্মাণ করতে যাচ্ছে।
বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলে ‘স্বাধীন’ হবে এই বাহিনীর সবচেয়ে আধুনিক যুদ্ধজাহাজ। এতে উপকূলের নিরাপত্তা রক্ষায় নৌবাহিনীর সক্ষমতায় নতুনমাত্রা যোগ হবে।
ঘণ্টায় ২৫ নট গতি, অ্যান্টি-রাডার প্রযুক্তি, সাগর-মহাসাগরের আবহাওয়া সহনীয় নির্মাণ-প্রযুক্তি এবং শক্তিশালী সমরাস্ত্র সংযোজনে ‘স্বাধীন’ হবে একটি চৌকস যুদ্ধজাহাজ।
সিএসআইসি প্রেসিডেন্ট ইয়াং ঝিগাং বলেন, ‘আমি মনে করি, এই যুদ্ধজাহাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। এটি সমুদ্রে দেশের সার্বভৌমত্ব এবং স্বার্থ রক্ষা করতে পারবে। এটি টহল, নিরাপত্তা সহযোগিতা, মাছ ধরার নৌকার নিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলার কাজে ব্যবহার করা যাবে।’
চীন থেকে আমদানির জন্য চুক্তি হওয়া দুটি যুদ্ধজাহাজের একটি হলো ‘স্বাধীন’। ভারত মহাসাগরের ব্যতিক্রমী আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে এই যুদ্ধজাহাজের নির্মাণশৈলীতে কিছুটা পরিবর্তন আনা হয়।