
ঢাকা: দেশের গণতন্ত্র রক্ষায় জঙ্গিবাদের নেত্রী খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনীতিতে কবর দিতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টন মুক্তিভবনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী এ সময় বিএনপি চেয়ারপারসনের উদ্দেশে আরও বলেন, তিনি ক্ষমতায় এলে যুদ্ধাপরাধীরা ক্ষমতায় যাবে, তেঁতুল হুজুররা বাংলাদেশের সিংহাসন দখল করে নিবে।
যারা বেগম জিয়াকে মামলা থেকে রেহাই দেয়ার তদবির করবে তারা দেশের শত্রু ও গণতন্ত্রের শক্রু -এমন মন্তব্যও করেন তথ্যমন্ত্রী।