Home জাতীয় বাংলাদেশের সামনে বিপজ্জনক অবস্থা রয়েছে: ড. গওহর রিজভী

বাংলাদেশের সামনে বিপজ্জনক অবস্থা রয়েছে: ড. গওহর রিজভী

276
0

খুলনা: প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, বাংলাদেশ অনেক এগিয়েছে, তবুও সামনে ডেঞ্জার (বিপজ্জনক) অবস্থায় রয়েছে। শুক্রবার সকালে খুলনার শহীদ হাদিস পার্কে খুলনা সাহিত্য পরিষদের সুবর্ণজয়ন্তী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খুলনা সাহিত্য পরিষদের সভাপতি প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের স্থায়ী সদস্য কাজী রিয়াজুল হক, প্রবাসী বাংলাদেশী মোস্তাইন বিল্লাহ দারা, খুলনা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আনিসুর রহমান বিশ্বাস, অধ্যাপক নিজাম উদ্দিন আহমেদ, খুলনার জেলা প্রশাসক মোস্তফা কামাল প্রমুখ।

মানবতাবিরোধী অপরাধের দায়ে সম্প্রতি দু’জন যুদ্ধাপরাধীদের ফাঁসির পর জাতিসংঘের বিবৃতির ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে ড. গওহর রিজভী বলেন, যেহেতু বাংলাদেশ জাতিসংঘর সদস্য এবং বিভিন্ন সনদে স্বাক্ষর করছে, তাই এ ব্যাপারে কিছু বলার নাই। তিনি বলেন, বাংলাদেশ নিজস্ব সংবিধান অনুযায়ী চলে। সেখানে সংবিধান পরিবর্তন ছাড়া অন্য কিছু করা যাবে না।

খুলনা সাহিত্য পরিষদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে দু’দিনব্যাপী সাহিত্য সম্মেলনের আয়োজন করা হয়েছে। শিশু সাহিত্যিক আলী ইমাম, সঙ্গীতশিল্পী ফাতেমা-তুজ-জোহরা, অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়, ভারতের শান্তি নিকেতনের অধ্যাপক ড. মানবেন্দ্র মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন।

Previous articleবেহাল পরিস্থিতি সামাল দিতে পৌর নির্বাচনে দলীয় প্রতীকের ফাঁদ পেতেছে সরকার: প্রধান
Next articleব্যস্ত সময় কাটছে চিত্রনায়িকা ববির