Home প্রযুক্তি বাংলাদেশে ইন্টারনেট স্বাধীনতা কমেছে

বাংলাদেশে ইন্টারনেট স্বাধীনতা কমেছে

820
0

ঢাকা: বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে স্বাধীনতা কমেছে। গত এক বছরে স্বাধীনভাবে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষক ও গবেষণা সংস্থা ফ্রিডম হাউজ এমন তথ্যই জানাচ্ছে।
সোমবার ফ্রিডম অন নেট ২০১৬ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশ করেছে ফ্রিডম হাইজ। ৬৫টি দেশের ওপর চালানো এ পর্যবেক্ষণে বাংলাদেশ রয়েছে আংশিক মুক্ত দেশের তালিকায়।
সংস্থাটির মতে যে দেশের স্কোর যত বেশি ইন্টারনেট ব্যবহারে তারা ততো কম স্বাধীনতা ভোগ করে। এবারে বাংলাদেশের সূচক ১০০তে ৫৬। যা গত বছর ছিল ৫১।
ফ্রিডম হাইজের প্রতিবেদন অনুযায়ী ৬ স্কোর নিয়ে এবার ইন্টারনেটে সবচেয়ে স্বাধীনতা ভোগ করছে এস্তোনিয়া ও আইসল্যান্ডের মানুষ। আর ৮৮ স্কোর নিয়ে তালিকার তলানিতে রয়েছে চীন।
ইন্টারনেট স্বাধীনতার দিক দিয়ে বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারত এবং শ্রীলংকার অবস্থান আগে। অর্থাৎ বাংলাদেশের চেয়েও তারা বেশি স্বাধীনতা ভোগ করছে। অন্যদিকে মিয়ানমার এবং পাকিস্তানের অবস্থান বাংলাদেশের পরে।

Previous articleসাঁওতালদের ব্যবহার করে জমি দখলের চেষ্টা হয়েছে: শিল্পমন্ত্রী
Next articleজগন্নাথপুরে নবান্ন উৎসব পালিত