Home জাতীয় বাংলাদেশ বেতারের ক্রিড়া-ধারাভাষ্যের মান উন্নয়নে গুরুত্বারোপ

বাংলাদেশ বেতারের ক্রিড়া-ধারাভাষ্যের মান উন্নয়নে গুরুত্বারোপ

390
0

ঢাকা: বাংলাদেশ বেতারের ক্রিড়া ধারাভাষ্যকার এবং বাণিজ্যিক কর্মকর্তাদের সঙ্গে পরিচালক ড. মির শাহ আলমের সভাপতিত্বে তার দফতরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রাষ্ট্রীয় প্রচার মাধ্যম হিসেবে বাংলাদেশ বেতারে শ্রোতাদের আগ্রহের সঙ্গে সামঞ্জস্য রেখে ক্রিড়া-ধারাভাষ্যের মান উন্নয়নের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের জন্য গুরুত্বারোপ করা হয়।

এ সময় ধারাভাষ্যকাররাও মান উন্নয়নের তাদের অঙ্গিকার পুনর্ব্যক্ত করেন। আগামী দিনে বেতারের ধারাভাষ্যের মানের ক্ষেত্রে গুণগত ও অর্থবহ পরিবতর্েনর আশা ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতারের উপপরিচালক সাইদুজ্জামান সাঈদ, রফিক উদ্দিন আকন, বেগম নাজমুস সাকি, সহকারী পরিচালক সৈকত চন্দ্র হালদার। সহকারী পরিচালক তনুজা মণ্ডল। ধারাভাষ্যকারদের মধ্যে ছিলেন, কাজল সরকার, পলাশ খান আনোয়ার হোসেন কবির ও মাহমুদুল হাসান মুরাদ, রেজওয়ান ফেরদৌস জিকু প্রমুখ।

Previous articleসিলেট সরকারি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ
Next articleকাফরুলে কুপিয়ে সৈনিক লীগ নেতাকে হত্যা