Home জাতীয় বাংলাদেশ ২০৪১ সালের আগে উন্নত দেশে পরিণত হবে: খন্দকার মোশাররফ

বাংলাদেশ ২০৪১ সালের আগে উন্নত দেশে পরিণত হবে: খন্দকার মোশাররফ

447
0

ঢাকা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশ ২০২১ সালের আগে মধ্যম ও ২০৪১ সালের আগে উন্নত দেশে পরিণত হবে। শুক্রবার বিকেলে ফরিদপুর শেখ রাসেল স্টেডিয়ামে খন্দকার মোশাররফ হোসেন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ আরো বলেন, আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশের আমূল পরিবর্তন করেছেন। শেখ হাসিনা ক্ষমতায় আসলে দেশ স্বয়ংসম্পূর্ণতা লাভ করে এবং খাদ্যে উদ্বৃত্ত হয়।
ফরিদপুর সদর উপজেলা পরিষদের আয়োজনে আজকের ফাইনাল খেলায় মাচ্চর একাদশ প্রতিদ্বন্দ্বী চাঁনপুর একাদশকে ১-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়। গত ৭ অক্টোবর জেলার ১২ টি দল নিয়ে এ টুর্নামেন্ট শুরু হয়।

Previous articleচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ১৬
Next articleবাংলাদেশে এখন ভয়াবহ দুঃসময় বয়ে চলছে: খালেদা