Home রাজনীতি বাকশাল কায়েম হওয়ার কোনো প্রশ্নই ওঠে না: তথ্যমন্ত্রী

বাকশাল কায়েম হওয়ার কোনো প্রশ্নই ওঠে না: তথ্যমন্ত্রী

452
0

কুষ্টিয়া: বাকশাল কায়েম হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সাংবিধানিকভাবে তার বাস্তব রূপও নেই। গণতান্ত্রিকভাবে বিএনপিসহ সব দল সুযোগ গ্রহণ করছে। এখানে কোনো ভয়ংকর শাসন বা একদলীয় শাসন এবং অগণতান্ত্রিক কোনো কার্যক্রমও নেই’ বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউসে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। ‘খালেদা জিয়ার মুক্তি ও আওয়ামী লীগের বিরুদ্ধে একতরফা নির্বাচনকালীন সরকার গঠনের অভিযোগ তুলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মন্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, যারা শেখ হাসিনার পদত্যাগ ও খালেদা জিয়ার মুক্তির বিষয়টি শর্ত করছে তারা বাংলাদেশের রাজনীতিতে ষড়যন্ত্রের বীজ বপন করছে।

তিনি বলেন, এই দুই শর্ত যারা আরোপ করে তারা নির্বাচন বানচালের ফাঁদ তৈরি করছে। কে নির্বাচনে আসবে, কে আসবে না তা আলোচনার বিষয় হতে পারে না।

Previous articleবিএনপিবিহীন ভোট করতে আ’লীগের নির্বাচনকালীন সরকার: ফখরুল
Next articleআওয়ামী লীগ কথা দিলে কথা রাখে: প্রধানমন্ত্রী