Home রাজনীতি বাজেট কে স্বাগত জানিয়েছে তথ্য প্রযুক্তিলীগ কেন্দ্রীয় কমিটি

বাজেট কে স্বাগত জানিয়েছে তথ্য প্রযুক্তিলীগ কেন্দ্রীয় কমিটি

976
0

বাংলাদেশ আওয়ামী তথ্য প্রযুক্তি লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা: সালাউদ্দিন আহমেদ নয়ন ও সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম আকাশ প্রস্তাবিত বাজেট কে স্বাগত জানিয়েছেন।

সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ : সময় এখন আমাদের সময় এখন বাংলাদেশের শিরোনামে ২০১৯-২০ অর্থ বছরের জন্য ৫লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট গত বৃহষপতিবার পেশ করেছেন অর্থ মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।প্রস্তাবিত এই বাজেট কে স্বাগত জানিয়েছেন তথ্য প্রযুক্তি লীগ কেন্দ্রীয় কমিটি। তথ্য প্রযুক্তি লীগ মনে করে এই বাজেট জনকল্যান মুখি ও সময়োপযোগী।

প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের মাধ্যমে যে ওয়াদা করেছিলেন, এই বাজেট সেই ওয়াদা বাস্তবায়নের অংশ। এই বাজেট দেশের ধনী, গরীব,মধ্যবিত্ত সবাই উপকৃত হবে। তথ্য প্রযুক্তি লীগ মনে করে মাননীয় প্রাধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থমন্ত্রী যে বাজেট দিয়েছেন তা সর্বজন সীকৃত।

Previous articleনদী ইজারাদার জানে আলমের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন
Next articleবাজেটে শিক্ষাখাতে চাহিদা মতো বরাদ্দ মিলেছে: শিক্ষামন্ত্রী