Home আইন বাবা-মা হত্যা মামলায় মেয়ে ঐশীর মৃত্যুদণ্ডের আদেশ

বাবা-মা হত্যা মামলায় মেয়ে ঐশীর মৃত্যুদণ্ডের আদেশ

504
0

ঢাকা: পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় তাদের মেয়ে ঐশী রহমানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক সাঈদ আহমেদ এ রায় ঘোষণা করেন। এ সময় কারাগার থেকে ঐশী রহমান ও তার বন্ধু আসাদুজ্জামান জনিকে আদালতে হাজির করা হয়।

এর আগে ৪ নভেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ মামলার যুক্তি উপস্থাপন শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেন। এ মামলায় ৪৯ সাক্ষীর মধ্যে ৩৯ জন আদালতে বিভিন্ন সময় সাক্ষ্য দেন।

এই মামলার তিন আসামি হলেন, নিহত মাহফুজুর-স্বপ্না রহমান দম্পতির মেয়ে ঐশী রহমান, তার বন্ধু আসাদুজ্জামান জনি ও মিজানুর রহমান। এদের মধ্যে ঐশী ও আসাদুজ্জামান কারাগারে আটক আছেন। মিজানুর রহমান জামিনে আছেন।
২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর চামেলীবাগে নিজেদের বাসা থেকে মাহফুজুর রহমান ও তার স্ত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরদিন ১৭ আগস্ট নিহত মাহফুজুর রহমানের ভাই মশিউর রহমান পল্টন থানায় হত্যা মামলা করেন।

ওই দিনই ঐশী রহমান পল্টন থানায় আত্মসমর্পণ করেন। ২৪ আগস্ট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ঐশী। পরে তিনি ওই জবানবন্দি প্রত্যাহারের জন্য আবেদন করেন। গত বছরের ৯ মার্চ ঐশীসহ তিনজনের বিরুদ্ধে একটি অভিযোগপত্র এবং ঐশীদের শিশু গৃহকর্মীর বিরুদ্ধে শিশু আইনে পৃথক অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

Previous articleসাক্ষাৎকার: মাওলানা আবুল কালাম আজাদ
Next articleদক্ষিণ সুনামগঞ্জে মদসহ আটক ১