নিউজ ডেস্ক: মাগুরায় বাম মোর্চার রামপাল অভিমুখী লংমার্চে বাধা দিয়েছে পুলিশ। এসময় পুলিশের লাঠিচার্জে মোর্চার নেতা সাইফুল ইসলামসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সুন্দরবন রক্ষার দাবিতে শনিবার সকালে মাগুরা থেকে গণতান্ত্রিক বাম মোর্চা এ লংমার্চ শুরু করে। এক পর্যায়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ।