Home বিভাগীয় সংবাদ বাসের ধাক্কায় এনএসআই সদস্য নিহত

বাসের ধাক্কায় এনএসআই সদস্য নিহত

454
0

accident news_44465
নিউজ ডেস্ক: রাজধানীতে বাসের ধাক্কায় এম এ সাত্তার (৫০) নামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক সদস্য নিহত হয়েছেন। শনিবার সকাল পৌনে ৯টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে। এম এ সাত্তার গুলশান এলাকায় কর্মরত ছিলেন বলে জানান ঢাকা মেডিকেল কলেজ এলাকার এনএসআইয়ের সদস্য পরাশ।
শাহবাগ থানার এসআই রবিউল ইসলাম জানান, সকালে প্রেসক্লাবের সামনে এম এ সাত্তার দাঁড়িয়ে ছিলেন। এসময় যাত্রাবাড়ী থেকে ছেড়ে আসা গাবতলীগামী ৮ নম্বর বাস তাকে ধাক্কা দেয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেকে) হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক সাত্তারকে মৃত ঘোষণা করেন।

Previous articleপ্রধান বিচারপতির শপথ নিলেন এস কে সিনহা
Next articleদেশে ভলান্টারি সার্ভিস নেই: অর্থমন্ত্রী