ঢাকা: ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, জামায়াত-শিবির নিষিদ্ধ করলেই হবে না। তাদের লালন-পালনকারী বিএনপিকেও দেশ থেকে বিতাড়িত করতে হবে। রবিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যলয়ে মৎস্যজীবী লীগের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মায়া বলেন, জামায়াত-শিবির এদেশের জন্য বিষফোঁড়া। তারা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। জনগণের দাবি বিজয়ের মাস ডিসেম্বরেই জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে। তিনি বলেন, বিএনপি তো খেলতেই পারে না। তাই তাদের সঙ্গে আমরা খেলব কি করে? তারা তো এদেশের সংবিধানও মানে না। সংবিধান মানলে গত নির্বাচনে তারা অংশ নিতো।
মৎসজীবী লীগের সভাপতি সাঈদুর রহমান সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- মৎস প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, নগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম মিলন, প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।