Home রাজনীতি বিএনপির আন্দোলনের ক্ষমতা আমাদের জানা আছে: মায়া

বিএনপির আন্দোলনের ক্ষমতা আমাদের জানা আছে: মায়া

600
0

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ২০১৪ সালের নির্বাচন বানচাল করতে বিএনপি নানা ষড়যন্ত্র করেছিল কিন্তু দেশের জনগণ তা সফল হতে দেয়নি। কাজেই আন্দোলন সংগ্রামের চিন্তা বাদ দিয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে জনগণের কাছে যান। আন্দোলন করে কোন লাভ নাই। তাদের আন্দোলনের ক্ষমতা আমাদের জানা আছে।শনিবার বিকালে মতলব উত্তর উপজেলার ঘাসিরচর প্রাথমিক বিদ্যালয় মাঠে দুর্গাপুর ইউনিয়নের উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও শিক্ষানুরাগী সাজেদুল হোসেন চৌধুরী দিপু।

Previous articleবাংলাদেশে মানবাধিকার পরিস্থিতিতে উদ্বিগ্ন ইইউ
Next articleসহজ কাজ আগে করি