Home জাতীয় বিএনপির দুই গুণ, দুর্নীতি আর মানুষ খুন: প্রধানমন্ত্রী

বিএনপির দুই গুণ, দুর্নীতি আর মানুষ খুন: প্রধানমন্ত্রী

457
0

Hasina 04
হবিগঞ্জ: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিএনপির আমলে একটি সাধারণ স্লোগান ছিল- বিএনপির দুই গুণ, দুর্নীতি আর মানুষ খুন। শনিবার হবিগঞ্জ শহরের নিউফিল্ড মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
বিএনপি আমলে নেতাকর্মীদের ওপর হামলা ও দুর্নীতি কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, তখন একটি সাধারণ স্লোগান ছিল- বিএনপির দুই গুণ, দুর্নীতি আর মানুষ খুন।
তিনি বলেন, ত্রিশ লাখ শহীদের রক্ত আর লাখো নারীর সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পতাকা যুদ্ধপরাধীদের হাতে তুলে দিয়ে খালেদা জিয়া সবচেয়ে বড় দেশদ্রোহী কাজ করেছেন।
বাংলাদেশ এখন উন্নতির রোল মডেল দাবি করে প্রধানমন্ত্রী বলেন, এখন একজন দিনমজুরও দিন শেষে অনেক আয় করতে পারেন। ওই টাকায় প্রায় আট কেজি চাল কিনতে পারে। আওয়ামী লীগ এ সুযোগ করে দিয়েছে।

Previous articleআ. লীগ ধর্ষকের দলে পরিণত হয়েছে: অধ্যাপক মুজিব
Next articleআ.লীগ মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের দল নয়: খালেদা