Home জাতীয় বিএনপি অংশগ্রহণ না করলেও নির্বাচন থেমে থাকবে না: বাণিজ্যমন্ত্রী

বিএনপি অংশগ্রহণ না করলেও নির্বাচন থেমে থাকবে না: বাণিজ্যমন্ত্রী

420
0
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি যদি আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করলেও নির্বাচন থেমে থাকবে না। বিএনপি-জামায়াতের এমন কোনো ক্ষমতা নেই যাতে নির্বাচন বানচাল করতে পারে।
সোমবার দুপুরে সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের গুইঙ্গার হাট এলাকায় এক পথসভায় তিনি এ কথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম মাতাব্বর সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগ সভাপিত ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. ইউনুছ মিয়া, জেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, স্থানীয় ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন মনসুর সভায় বক্তব্য দেন।
Previous articleজগন্নাথপুরে বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তি
Next articleবাংলাদেশ সত্যিকারার্থে একটি ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত হয়েছে: মির্জা ফখরুল